খেলোয়াড় হওয়ার জন্য মাঠে খেলার বিকল্প নেই। কিন্তু অনলাইনে দেখে খেলা সম্ভব। বিশ্বের অনেক দেশেই এখন অনলাইনে খেলার কোর্স জনপ্রিয়। গ্যারি কার্স্টেনের মত বিশ্বকাপ জয়ী কোচও অনলাইনে ট্রেনিং দিচ্ছেন। বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার তালহা যুবায়ের এর কাছ থেকে ব্যাটিং টিপস পেতে পারেন ঘরে বসেই।
খেলোয়াড় হওয়ার জন্য মাঠে খেলার বিকল্প নেই। কিন্তু অনলাইনে দেখে খেলা সম্ভব। বিশ্বের অনেক দেশেই এখন অনলাইনে খেলার কোর্স জনপ্রিয়। গ্যারি কার্স্টেনের মত বিশ্বকাপ জয়ী কোচও অনলাইনে ট্রেনিং দিচ্ছেন। বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীসের কাছ থেকে ব্যাটিং টিপস পেতে পারেন ঘরে বসেই।
Research reveals, a 'corporate athlete' requires similar training like a professional athlete to achieve highest level of success.
আহমেদ রাকীব, কো-ফাউন্ডার, খেলবেই বাংলাদেশ ডট কম। ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন টেলিভিশন সাংবাদিকতার স্পোর্টস বিভাগে। ২০১৪’তে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল, ২০১৩ ও ২০১৭’তে ইংল্যান্ড ও ওয়েলসে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৭’তে কার্ডিফে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফাইনাল, ২০১৩’র লন্ডনের উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ, ২০১১’তে মুম্বাইতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ফাইনাল ছিল তার অন্যতম।
জেনে নিন বিকেএসপিতে ভর্তির তথ্য
শীত মৌসুমে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। শরীর ফিট রাখতে নারী-পুরুষ বিভেদ ভুলেপাড়া-মহল্লায় সববয়সীরা মেতে থাকেন ব্যাডমিন্টনে। অপেশাদার সব শাটলারদের কিছুটা পেশাদারী ঢংয়ে তৈরী করতে বিশেষ প্রশিক্ষন ক্যাম্পের আয়োজন করছে খেলবেই বাংলাদেশ ডট কম