logo
ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ জেনে নিন

ব্যাডমিন্টন খেলার আদর্শ সময় হচ্ছে শীতকাল। শীতকাল আসলেই আমরা দেখি আমাদের চারপাশে একটু ফাঁকা জায়গা পেলেই সবাই ব্যাডমিন্টন খেলায় মেতে উঠে। আর যদি একটু প্রমাণ সাইজের মাঠ পাওয়া যায় তাহলে তো কথা-ই নেই! রীতিমত কোর্ট কেটে লাইটের ব্যবস্থা করে রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলা চলে। শীতকাল আসতে খুব বেশী দেরি নেই আর। সুতরাং, চলুন জেনে নিই ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ। 

 

ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য ৪৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট। এই মাপ ধরা হবে কোর্টের লাইনের বাইরের পাশ থেকে। 

Phase-1-1024x579.png

horizontal-banner-(1).gif

ব্যাডমিন্টন কোর্টের আয়তন ৮১.৮০১ বর্গ মিটার, কিন্তু কোর্টের চারপাশে কিছু ফাঁকা জায়গা রেখে দেওয়া উচিত যেন র‍্যাকেট কোর্টের বাইরের কোন কিছুতে আঘাত না করে। 

সিঙ্গেলস এর জন্য কোর্টের প্রস্থ ১৭ ফুট এবং দুই পাশের লাইনের প্রস্থ ১.৫ ফুট করে। সাইডের দাগগুলো টানা হয় সিঙ্গেলস খেলার জন্য।  

Phase-2-1024x580.png

ডাবলসের দুইটা সার্ভিস লাইনের মাঝের দূরত্ব হবে ২.৫ ফুট করে। 

Phase-3-1024x580.png

horizontal-banner-(1).gif

নেট থেকে দুই পাশের ফ্রন্ট সার্ভিস লাইনের দূরত্ব হবে ৬.৫ ফুট করে মোট ১৩ ফুট। 

Phase-4-1024x580.png

 ফ্রন্ট সার্ভিস লাইন থেকে ডাবলসের ব্যাক সার্ভিস লাইন পর্যন্ত মাপ হচ্ছে ১৩ ফুট। মিড সার্ভিস লাইন থেকে সাইড লাইনের মাপ হচ্ছে সাড়ে ৮ ফুট। 

Phase-6-1024x580.png

horizontal-banner-(1).gif

সবশেষে আসে নেটের উচ্চতা। ব্যাডমিন্টন নেটের উচ্চতা হতে হবে দুই পাশে ৫.১ ফুট এবং নেটের মাঝ বরাবর উচ্চটা ৫ ফুট। 

Net.jpg

ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/watch?v=czgtOJ4bmYI