logo
কিভাবে ব্যাট সুইংয়ের স্পিড বাড়াবেন !

আধুনিক ক্রিকেটে ব্যাট সুইং অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত টি-২০ ক্রিকেটে যে ব্যাটারের ব্যাট সুইং স্পিড যত বেশি তার পাওয়ার হিটিং ক্ষমতা তত বেশি । ব্যাট সুইংইয়ের স্পিড বাড়ানোর টেকনিক গুলো হলো- 

১। ব্যাটিং স্ট্যান্স নেওয়ার সময় হাইব্যাকলিফট রাখতে হবে।

২। শট খেলার সময় শরীরের মুভমেন্টও ঠিক হতে হবে যেন শরীরের সম্পূর্ণ শক্তি শটে দেয়া যায়।

৩। ব্যাটের ওজন খেলোয়াড়ের পছন্দসই হতে হবে যেন সে খুব সহযে ব্যাট চালাতে পারে।